• ঢাকা
  • শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান সংবর্ধিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম;
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান সংবর্ধিত
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান সংবর্ধিত

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধ  মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুলিশে কর্মরত থেকে অবসর গ্রহণের পরে সমাজসেবায় অসামান্য অবদান রাখায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কে সংবর্ধনা দিয়েছে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। এসময় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।.

 .

বীর মুক্তিযোদ্ধা  আব্দুল মান্নান ১৯৭১ সালে ৫ নং সেক্টরে মেজর শওকত আলীর অধীনে সেকশন কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি ১৯৭২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দান করেন। ২০২৪ সালে তিনি পুলিশের চাকুরী থেকে অবসর গ্রহণ করে বিভিন্ন সমাজ সেবায় আত্মনিয়োগ করেন। তাঁর এই দেশের তরে দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রেসক্লাব তাকে আজ আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করে।.

 .

 .

সোমবার (২৯ সেপ্টেম্বরবিকেলে উপজেলা প্রেসক্লাবের অফিসে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে  তাকে এই সংবর্ধনা প্রদান করে সাংবাদিকদের এই সংগঠন।.

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া' সঞ্চালনায় সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনদৈনিক সংগ্রাম পত্রিকার সিলেট ব্যুরো প্রধানসিলেট প্রেসক্লাবের পাঠাগার  প্রকাশনা সম্পাদক কবির আহমদ। এসময় প্রধান অতিথি কবির আহমদ তাঁর বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের এই ক্ষুদ্র আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেনসমাজের গুণী মানুষকে সম্মান জানিয়ে উপজেলা প্রেসক্লাব একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গুণীজনদের সম্মান জানিয়ে এই সংগঠনের প্রত্যেক সাংবাদিক নিজেকে সম্মানিত করেছেন। এর ধারাবাহিকতা রক্ষায় কাজ করতে হবে।.

 .

 .

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখনবিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিনপৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামবিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহ আলম তালুকদার তুহিনপৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিনপৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা।.

উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেনক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেনসাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেবদপ্তর সম্পাদক কবি এসপি সেবুবিজেপি নেতা এস এম রফিক আহমদমিডিয়াকর্মী এম আলী হোসেন মোল্লা প্রমুখ।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ